
ইন্টারনেটে খুব জরুরী একটা কাজ করছেন । এমন সময় আপনার ইন্টারনেটের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল বা ইন্টারনেটের গতি খুব কমে গেল। কিন্তু আপনার মেইল বক্স চেক করা খুবই জরুরী। সেক্ষেত্রে google তাদের ইউজারদের জন্য অফলাইন মোডের সুবিধা দিয়েছে। যেটা সক্রিয় করা থাকলে অফলাইন মোডেও আপনি আপনার জিমেইল চেক করতে পারবেন। এটি সক্রিয় করতে www.google.com/support/installer/bin/answer.py?answer=126299 ঠিকানা থেকে ২৪ মেগাবাইটের গুগল ক্রোম বিনা মূল্যে নামিয়ে ইন্সষ্টল করে নিন। যদি কম্পিউটারে গুগল ক্রোম ইন্সটল করা থাকে তবে এটি নামানো লাগবে না। এখন https://chrome.google.com/webstore/detail/ejidjjhkpiempkbhmpbfngldlkglhimk ঠিকানায় গিয়ে ওপরে ডান পাশ থেকে জিমেইলে ঢুকুন...