For any information about University Admission, Scholarships just visit scholarshipsbd.com and any news & information about Agriculture please visit krishialo.org . HotLine: +8801193009808.

Wednesday, 30 November 2011

জিমেইল ব্যবহার করুন ইন্টারনেট সংযোগ ছাড়াই / Use Gmail without internet connection

ইন্টারনেটে খুব জরুরী একটা কাজ করছেন । এমন সময় আপনার ইন্টারনেটের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল বা ইন্টারনেটের গতি খুব কমে গেল। কিন্তু আপনার মেইল বক্স চেক করা খুবই জরুরী। সেক্ষেত্রে google তাদের ইউজারদের জন্য অফলাইন মোডের সুবিধা দিয়েছে। যেটা সক্রিয় করা থাকলে অফলাইন মোডেও আপনি আপনার জিমেইল চেক করতে পারবেন। এটি সক্রিয় করতে www.google.com/support/installer/bin/answer.py?answer=126299 ঠিকানা থেকে ২৪ মেগাবাইটের গুগল ক্রোম বিনা মূল্যে নামিয়ে ইন্সষ্টল করে নিন। যদি কম্পিউটারে গুগল ক্রোম ইন্সটল করা থাকে তবে এটি নামানো লাগবে না। এখন https://chrome.google.com/webstore/detail/ejidjjhkpiempkbhmpbfngldlkglhimk ঠিকানায় গিয়ে ওপরে ডান পাশ থেকে জিমেইলে ঢুকুন (সাইন ইন)। তারপর ওপরে ডান পাশ থেকে Add to Chrome-এ ক্লিক করুন। ছোট্ট একটি সফটওয়্যার ইন্সটল করতে বললে ইন্সটল করুন। এখন উপরে ডান পাশ থেকে Launch App-এ ক্লিক করুন। নতুন পেইজ এলে Allow offline mail নির্বাচন করে Continue-এ ক্লিক করুন। এখন অফলাইন মোডে আপনার ইনবক্স দেখতে পাবেন। এই পেজটি হলো অফলাইন মোডে জিমেইল।
সম্পূর্ণ জিমেইল অর্থ্যাৎ ইনবক্স, আউটবক্স, সেন্ট মেইল, ড্রাফটস, ক্যালেন্ডার, ডকস, স্প্রেডশীট ইত্যাদি দেখতে চাইলে বা সম্পাদনা করতে চাইলে উপরের ডান পাশে Menu-এ ক্লিক করুন।কারও কাছে ই-মেইল পাঠাতে হলে Compose-এ ক্লিক করে মেইল লিখে Send-এ ক্লিক করলে আপনার ই-মেইলটি যাওয়ার জন্য রেডি হয়ে আউটবক্সে জমা থাকবে। যখনই আপনার ব্রাউজার ইন্টারনেট সংযোগ পাবে সংগে সংগে আপনার মেইলটি সেন্ড হযে যাবে।
এভাবেই আপনি ইন্টারনেট ছাড়াই জিমেইল ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।

0 comments:

Post a Comment