
ফেসবুকে অফলাইন বন্ধুদের সাথের chat history দেখতে চাইলে যার chat history দেখতে চাচ্ছেন তার প্রোফাইলে গিয়ে বন্ধুটির User_ID নম্বর নোট করুন। প্রোফাইলে User_ID দেখা না গেলে প্রোফাইলের send message বা poke অপশনে গিয়ে Right click চাপুন এবং copy link location/Address দিন। এবার তা নোটপ্যাডে পেষ্ট করলে User_ID পাওয়া যাবে। এবার বন্ধুর প্রোফাইলে গিয়ে Address tab এ লিখুন: javascript:buddyList.itemOnClick(User_ID); এক্ষেত্রে User_ID এর জায়গায় বন্ধুটির User_ID লিখতে হবে। এবার Enter চাপলে Chat History দেখা যাবে। তবে chat history যদি clear করা থাকে তাহলে তা আর দেখা যাবে না। ধন্যবাদ ।
0 comments:
Post a Comment